মেঘনায় মিথ্যা মামলার পর এবার সাক্ষি ও সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

কুমিল্লার মেঘনায় মহিউদ্দিন হত্যা মামলার জেরে দৈনিক জনতার সহ-সম্পাদক গোলাম আকতার ফারুক স্বপন (কবি ফারুক আফিনদী) ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলার পর এবার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলাতুলি শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম সাক্ষী ফারুকের বড় ভাই গোলাম ফকির আহমেদ। তাদের তিন ভাইয়ের কেউ বাড়িতে থাকেন না। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা তাদের বসতঘরের চারদিকে ও রান্নাঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে নিহত মহিউদ্দিনের ভাই ও ভাতিজারা এসে দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এতে রান্নাঘরের আংশিক পুড়ে যায়। বসতঘরের দরজায় লাগানো আগুন দ্রুত নেভানোর ফলে ঘরের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনা রাতেই মোবাইলে মেঘনা থানার ওসি আবদুল মজিদকে জানালে তার নির্দেশে এসআই শাহাদাত রাত ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল শনিবার দুপুরে গোলাম ফকির আহমেদ ঢাকা থেকে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মহিউদ্দিন হত্যা মামলার আসামি একই গ্রামের শাহ আলম, রাতুল মিয়া, আ. মালেক, সামসুল হক প্রকাশ ধনা মিয়া পূর্ব পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে থাকতে পারে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর তুলাতুলি শিবনগরে সালিশে মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। ওই মামলায় ১২ আসামি জামিনে রয়েছে। তারা বাড়িতে এসে গত ৪ জানুয়ারি হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়। এর আগে হত্যাকাণ্ডের ১৬ দিন পর ২৬ নভেম্বর সাংবাদিক ফারুকসহ বাদীপক্ষের ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আসামিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.