কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত ৩ জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়।বুধবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ মেঘনা কুমিল্লা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় এর সঞ্চালনায়, এসময় আরো উপস্থিত ছিলেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, আওয়ামী মহিলা লীগের সভাপতি হালিমা রহমান, এমদাদুল হক প্রমুখ।
‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কার্যক্রমের আওতায় মেঘনা উপজেলা থেকে ৩টি ক্যাটাগরিতে ৩জন সফল নারীকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সেরা জয়িতা নির্বাচিত হয়েছেন চন্দনপুর ইউনিয়নের কাচাঁরী কান্দি গ্রামের মোসাঃ ছালমা আক্তার ,সফল জননী অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সেরা জয়িতা নির্বাচিত হয়েছেন মানিকার চর ইউনিয়নের আমিরা বাদ গ্রামের মোসাম্মদ রাবেয়া বসরী ,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সেরা জয়িতা নির্বাচিত হয়েছেন ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের হাসিনা আক্তার ।