কুমিল্লার মেঘনায় স্বপ্নযাত্রী গোবিন্দপুর সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। এ সংগঠনের বৃক্ষ রোপন কর্মসূচির লক্ষ্য হচ্ছে, আমাদের রোপিত বৃক্ষ করোনা উত্তর বাংলাদেশকে সাজিয়ে তুলবে। এছারাও এই সংগঠনটি মেঘনায় ভিবিন্ন মানবিক সেবায় এগিয়ে আসবেন বলে ইচ্ছা পোষন করেন। স্বপ্ন যাত্রী-গোবিন্দপুর সংগঠনের বৃক্ষ রোপন কর্মসূচি পালনের বিষয়ে এ সংগঠনটির সদস্য এস.এম. রাহাত আনাম কনক এর কাছে জানতে চাইলে বলেন আমাদে উদ্যেশ্য হলো মানবতাকে জয় করা। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন রিসালাত মুন্সী, মনির, সাইফু, ফাহিম নাজির, ও সানী।