শুক্রবার (২৬ শে মার্চ) বাংলাদেশ স্বাধীনতা লাভের ৫০ বছর পদার্পণ করেছে।
কুমিল্লা মেঘনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, প্রশাসন, মেঘনা থানা পুলিশ,আনসার ভিডিপি, গ্রামপুলিশ, রোভার স্কাউটস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এবং স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পুরস্কার বিতরণ করা হয়।
বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সকল সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, সহকারী কমিশনার ভূমি
কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, মুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।