প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১, ৪:১৮ পি.এম
মেঘনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত।
মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনের লক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে করোনা মহামারির এ সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও কার্যক্রমের অংশ হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার ১.অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, বকশি কান্দা গ্রামের দিলু বেগম, ২. সফল জননী মাধবের কান্দি গ্রামের মোসাম্মদ আমেনা বেগম, ৩. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মুগারচর গ্রামের সুলতানা পারভীন ৪.সমাজ উন্নয়নে অবদান দেখেছেন যে নারী লক্ষ্মীপুর গ্রামের রানু বেগম, এই চারজন নারী পেয়েছেন রোকেয়া পদক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন উপজেলা সহকারি ভূমি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জালাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। এসময় বক্তারা বলেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতিবছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এ উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
dainikajkermeghna.com