শহীদুজ্জামান রনি: মেঘনায় ১১নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে মেঘনা উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচন হবে জানালেন প্রশাসন। ইউপি নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার উপজেলা মিলনায়তনে ৮ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি নিয়ে মত বিনিময় সভা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, নির্বাচন অফিসার জাহিদ হোসেন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আনিছ উজ্জামান, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা থানা অসি তদন্ত জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আঃ রহিম, চেয়ারম্যান প্রার্থী বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় প্রার্থীদের উদ্যেশ্য নির্বাচনী আচরণ বিধি যথাযথ ভাবে মেনে চলার আহবান করেন, কোন প্রকার ব্যত্যয় ঘটলে বা যদি কোন প্রকার অভিযোগ পাওয়া যায় কঠোর শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি করেন,আরও জানান প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেট মাঠে ঘুরছেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা প্রয়োজন আমরা তা করবো এর কোন বিকল্প নেই। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ প্রার্থীদের উদ্যেশ্য বলেন আচরণ বিধি অনুযায়ী আপনারা কাজ করবেন, জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোটের মাধ্যমে প্রতিনিধি বানাবে, ধর্মীয় উপষনালয়ে প্রচারণা নিষিদ্ধ,সবাই সহনশীল আচরণ করবেন। এক কথায় অবাধ সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে শুধু নির্বাচন কমিশন নয় প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, সকল পর্যায়ের প্রশাসনের সহযোগিতা প্রয়োজন মেঘনায় ভালো আছে তাই ভোট হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর। কোন প্রার্থীর অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানোর নির্দেশ দেন প্রশাসন।