কুমিল্লা মেঘনায় মাতৃছায়া ভ্যারাইটিজ ষ্টোর নামে একটি দোকানের সার্টারের তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা। গতমেঘনা সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সন্নিকটে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক শহীদুজ্জামান রনি জানান,সোমবার রাত ১১ টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫,৩০মিনিট মিনিটের দিকে মোঃসাইফুল ইসলাম আমাকে ফোনে জানান আমার দোকানের শাটারের তালা ভাঙ্গা, সংবাদ পেয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া,দোকানঘরটি খোলার পর চুরির বিষয়টি জানতে পারি।
তিনি আরও বলেন, দোকান ঘরের সার্টার তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে।
দোকানে থাকা নগদ ১৩০০ টাকা,canon কোম্পানির hd একটি টি ক্যামেরা VIXIA HFR10, ও canon 60D DSLR,মোবাইল চার্জার এবং বিভিন্ন কোম্পানির ১০ কার্টুন সিগারেট সহ বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায়।যার বাজার মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
দোকানের মালিক ব্যবসা পরিচালনার পাশাপাশি মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব।এবং দৈনিক মানবজমিন পত্রিকার মেঘনা প্রতিনিধি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মজিদ জানান,বিষয়টি অবহিত হয়েছি। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য প্রতি রাতেই মেঘনায় কোথাও না কোথাও, কোন না কোন দোকানে হচ্ছে চুরি, আতঙ্কে মেঘনার সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ও সাধারণ জনগণ।