কুমিল্লা মেঘনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন এর মায়ের জানাজার নামাজ আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হয়। দীর্ঘ দুই মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার পর গতকাল সকাল ১০ ঘটিকার সময় তাহার নিজ বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের গুণ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মুজিবুর রহমান মুজিব, মেঘনা উপজেলা বিএনপি’র সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শাহীন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম, আতাউর চেয়ারম্যান, সেলিম আহমদ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।