দৈনিক আজকের মেঘনা,গতকাল ৬ মে সোমবার ,কুমিল্লার মেঘনা উপজেলার ৩০নং মুগারচর প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ২০ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গত সোমবার দুপুরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
আরো পড়ুনঃঈদের আগেই উন্মুক্ত হবে মেঘনা-গোমতী সেতু
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগারচর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোশারফ হোসেন ইমাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) লায়লা পারভীন বানু।