আজ ১৫ জুলাই বুধবার সকাল ১১ টায় মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে মেঘনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ইয়াকুব প্রমূখ৷ অনুষ্ঠান শেষে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে ৮ টি ইউনিয়নের ৬টি ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়৷
এরা হলেন, গোবিন্দপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরির্দশক এরশাদ কামাল,স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ দ্বীন মোহাম্মদ,চন্দনপুর ইউনিয়নের পরিবার কল্যান পরিদর্শিকা নাসিমা আক্তার,রাধানগর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী নাসিমা বেগমের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ৷ এদিকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে পুরস্কার ও সনদ প্রদান করা হয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদকে