আজকে মানিকারচর একাদশ বনাম নয়গাও একাদশ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
খেলা ১ম পুরস্কার, এল ই ডি টিভি।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান মেঘনার তরুণ সমাজের সভাপতি ফারহাদ উল্লাহ শিকদার অনিক ভাই, এসময় তিনি বলেন মেঘনা উপজেলায় সকল ইউনিয়ন কে নিয়ে একটি টুনামের্ট দিবো। কিছু দিন এর ভিতর আপনাদের মাঝে আসছে এস পি এল। আমরা মাদক মুক্ত মেঘনা গড়ার জন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। আরো উপস্থিত ছিলেন তিন-তিনবার এর মেম্বার জনাব হাফিজুর রহমান হাবিব মেম্বার ও মহিলা মেম্বার, অপূর্ব শিকদার ভাই, ফয়সাল সিকদার ভাই। অদ্য অনুষ্ঠানে সভাপতি করেন জগলুল হক ভাই। ও পরিচালনা করেন হাবিবুল বাশার। ও মাসুদ সরকার।রনি মাসুদ ও নাদিম মাহমুদ সহ আরো অনেকে।