মোঃ শহীদুজ্জামান রনি: মেঘনা উপজেলার কাঠালিয়া নদী তীরে ভেসে উঠেছে ডলফিন প্রজাতির মাছ মৃত শুশুক। উপজেলার মানিকার চর ইউনিয়নের কাশিপুর গ্রামের দক্ষিণ পাড়া কাঠালিয়া নদীর তীরে বুধবার সকালে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। মৃত শুশুক মাছটি দেখতে এলাকার বাসিন্দারা নদীর তীরে ভীড় জমান। এলাকার বাসিন্দা শিক্ষক সোহরাব হোসেন বলেন আমি নদীর ঘাটে গোসল করতে যাই তখন এই শুশুক মাছটিকে দেখতে পাই পরে এলাকার উৎসুক বাসিন্দারা দেখতে আসেন আমিও বাচ্চাদের এই নিয়ে আসি। এ বিষয়ে মেঘনা উপজেলা মৎস্য কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ আহমেদ মৃধা বলেন শুশুক এখন প্রায় বিলুপ্ত এটি গভীর পানির স্তন্যপায়ী প্রাণি /মাছ অল্প পানিতে এরা থাকেনা। এই মাছের ৯৭ ভাগ মৃত্যু হয় কারেন্ট জালে। মাছটি হয়তো গভীর নদীতে মৃত্যু হয় ভাসতে ভাসতে এই তীরে আসে।