মোঃ শহীদুজ্জামান রনি মেঘনা উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের পরিচালক শহিদ আব্দুস সালাম (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এ গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেটে নির্বাচিতদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়।উল্লেখ্য; গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ১নং রাধানগর ইউনিয়নে মজিবুর রহমান (স্বতন্ত্র)। ২নং মানিকার চর ইউনিয়নে মোঃ জাকির হোসেন (নৌকা প্রতীক)। ৩নং চন্দনপুর ইউনিয়নে আহসান উল্যাহ (নৌকা প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৪নং চালিভাঙ্গা ইউনিয়নে মোঃ হুমায়ুন কবির (স্বতন্ত্র)। ৫নং বড়কান্দা ইউনিয়নে ফারুক হোসেন (স্বতন্ত্র)।৬নং গোবিন্দ পুর ইউনিয়নে মোঃ মাইনুদ্দিন তপন ( নৌকা প্রতীক)। ৭নং লুটের চর ইউনিয়নে( নৌকা প্রতীক) সানাউল্লাহ শিকদার। ৮নং ভাওরখোলা ইউনিয়নে সিরাজুল ইসলাম(স্বতন্ত্র) নির্বাচিত হয়। এ ছাড়া আট ইউনিয়নে ৭২ জন সাধারণ সদস্য, ২৪ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়।