কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহব্বায়ক কমিটির অনুমোদন দেয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ। গত ৩০-১১-২০২০ ইং ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ মিয়া গিয়াস উদ্দিন আহব্বায়ক , মোঃ কামাল উদ্দিন যুগ্ম আহব্বায়ক , মাজেদুল ইসলাম কে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। মেঘনায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি ঘোষণা, ও কেন্দ্রীয়ভাবে মৎস্যজীবী লীগকে আওয়ামী অঙ্গসংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করে মেঘনা উপজেলা মৎস্যজীবী লীগ। মেঘনা উপজেলা হলরুমে উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদারকে প্রধান অতিথি করে পরিচয়পর্ব অনুষ্ঠান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মেঘনা থানা অফিসার ইনচার্জ, এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মৎস্যজীবী লীগ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সি সহ মেঘনা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মী প্রমুখ।