মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় তুলাতুলি বাজারে শফিক এস এস এন্ড থাই গ্যালারি এর প্রোপাইটার মোঃ শফিক এর পরিচালনায় সততা হার্ডওয়ার এন্ড পেন্টিং নামে একটি দোকানের উদ্বোধন করা হয়। গতকাল বিকেল ৪:০০ ঘটিকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি। এই বাজারে বিশাল পরিসরে এই প্রথম এরকমই একটি দোকানের উদ্বোধন হয়েছে। তুলাতুলি বাজারে নৌপথ সড়কপথে যাতায়াতের ব্যবস্থা ভালো থাকায় সততা হার্ডওয়ার ও পেন্টিং ক্রেতাদের জন্য সুবিধা ও বাজারের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদী প্রোপাইটার মোঃ আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান এবাদত উল্লাহ। প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়া, সানা মেম্বার, মোশাররফ হোসেন, মাহফুজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজার কমিটি প্রমুখ।