মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা উপজেলার সোনারচর গ্রামের মুন্সি বাড়ির বিশিষ্ট দানবীর মুস্তাফিজুর রহমান ছেলে রাইয়ান রহমান। তুর্কির ইসতানবুলে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সাব-জুনিয়ার (অনূর্ধ ১৮) পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপ ২০২২’ এর ৫৯ কেজি ওজন শ্রেনীতে অংশগ্রহন করে বাংলাদেশের রাইয়ান রহমান। সর্বোমোট ৪৫২.৫ কেজি ওজন উত্তোলন করে সম্মলিতভাবে ৪র্থ স্থান অর্জন করেছেন। এছাড়া রাইয়ান স্কোয়াটে রৌপ্য (দ্বিতীয় স্থান) এবং ডেডলিফটে ব্রোঞ্জ পদক (তৃতীয় স্থান) লাভ করেন। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে আমেরিকা, ইংল্যান্ড, ম্যাক্সিকো, সাউথ আফ্রিকা, জাপান, তুরস্ক, THE TUR ব্রাজিল সহ ৯টি দেশের ১২ জন পাওয়ারলিফটার অংশগ্রহন করেন। ২৭শে আগষ্ট থেকে শুরু হওয়া পাওয়ারলিফটিং’র সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ৪৯ দেশের ২১৬ জন পাওয়ারলিফটার অংশগ্রহন করছেন। উল্লেখ্য যে, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোন প্লেয়াার পাওয়ারলিফটিং এ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ আর্ন্তজাতিক পর্যায়ে পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। বাংলাদেশ পাওয়ারলিফটিং দলের অফিশিয়াল স্পন্সর ‘সামসুল আলামিন রিয়েল ইস্টেট’ এবং ‘ফিট হবো’। মুস্তাফিজুর রহমান রাইয়ানের সাফল্যের জন্য দোয়া চেয়েছেন।