মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আসামীকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। ১৭ ই ডিসেম্বর রাত ১০ঘটিকায়, এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর ও এসআই মোঃ মোশাররফ হোসেন সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চেঙ্গাকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ ইছমাইল(৩৫)কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিকারচর থেকে, ও চেঙ্গাকান্দি গ্রামের গোলাম মাওলার ছেলে শেখ রমজান আলী (৬১) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ —চেঙ্গাকান্দি থেকে গ্রেফতার করেন। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে মেঘনা থানাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে টিম মেঘনার মাদকবিরোধী অভিযানে এই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন। উল্লেখ্য আসামী শেখ রমজান আলী (৬১)’র বিরুদ্ধে ১১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।