মোঃ আলাউদ্দিন: কুমিল্লা মেঘনায় ৫ মামলার আসামি মাদক ব্যবসায়ী জুয়েল (৩৫)কে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। গতকাল রাত ৭ ঘটিকায় বিশেষ অভিযানের মাধ্যমে মদ্যপান অবস্থায় সাতানী ব্রিজ থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। জুয়েল ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন ০৮নং ওয়ার্ডের টিটিচর গ্রামের মৃত আঃ মালেক মিয়ার ছেলে। জানা যায় অফিসার ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ বিল্লাল হোসেন এর দিক নির্দেশনায় এ অভিযানে অংশগ্রহন করেন, এস আই আবু হেনা মোঃ মোস্তফা রেজা, এস আই মোঃ তোফায়েল, এএসআই মোঃ লিমন মিয়া, এএসআই মোঃ আলী হোসেন (বিপিএম)। মেঘনা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে জুয়েলকে গ্রেফতার করা হয়, পরে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য আইনের ২০১৮ এর ১০(১) চ, ধারাতে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ও ২০০(দুইশত) টাকা জরিমানা করেন।