মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা) ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ২২ জানুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মেলা। এই মেলায় বিভিন্ন প্রতিযোগিতামোলক প্রদর্শনী নিয়ে ১০টি স্টল অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদসহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা—কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক—শিক্ষার্থী প্রমূখ।