মোঃ শহীদুজ্জামান রনি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা মেঘনায় ৩ জন আসামীসহ ৪০ (চল্লিশ) কেজি গাঁজা ও ১টি পিকআপ গাড়ী উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ। ১৭ নভেম্বর অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিনের নেতৃত্বে টিম মেঘনার অভিযানে গোপন তথ্য সূত্রের মাধ্যমে মেঘনা থানাধীন বিআরটিসি মোড়ে এসআই মোঃ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ এই অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।
৪০ (চল্লিশ) কেজি গাঁজা ও ১টি পিকআপ গাড়ীসহ আসামীরা হলেন ১. মোঃ তানভীর(২৮), পিতা-মৃত জিগির আলী শিকদার, মাতা-মোছাঃ শেফালী বেগম ,স্থায়ী: (সাং প্রতাবপুর (শিকদার বাড়ী) , থানা- ঝিনাইদহ সদর, জেলা -ঝিনাইদহ, ২. মোঃ হাসান(২৬), পিতা-মোঃ মোশারফ, মাতা-মোসাঃ হাফেজা বেগম ,স্থায়ী: গ্রাম-বালারহাট , থানা- মিঠাপুকুর, জেলা -রংপুর, ৩. মোঃ মন্টু মিয়া(৩০), পিতা-মৃত মোঃ ইবাদত খান, মাতা-রেনু বেগম, গ্রাম- কলমা (পোঃ ডেইরী ফার্ম-১৮৫২) , থানা- সাভার, জেলা -ঢাকা, (শ্বশুরবাড়ি: গ্রাম-তেওতা, উপজেলা/থানা- শিবালয়, জেলা –মানিকগঞ্জ। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমি উদ্দিন বলেন, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে মেঘনা থানাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে মেঘনা থানা পুলিশ সন্দেহজনক গাড়ি চেকিং সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।