ডেস্ক রিপোর্টঃ মেঘনা উপজেলার মাধবের কান্দি, নয়াগাঁও, বড় নয়াগাঁও, উজানচর নয়াগাঁও, উত্তর বাউশিয়া, জয়পুর, ডুনী পাড়া, এই গ্রামগুলির প্রায় ১৫ হেক্টর ফসলি জমি জমে থাকা পানিতে ত্বলান্বিত হয়ে যায়,
কারণ হিসেবে দেখতে গেলে দেখা যায় রামনগর ছয়ানির বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহমেদ এর নিজস্ব জায়গা ভরাট করার কারণে এই জলাশয় এর সৃষ্টি হয়।
পরে এই ৬-৭ গ্রামের মানুষ যুবলীগ নেতা আলী হোসেনের নেতৃত্বে ওই জায়গাতে যায় এবং প্রতিবাদ জানায়,
বিষয়টি নিয়ে হুমায়ুন আহমেদের সাথে কথা বললে উনি বলেন এটা তো আমার নিজস্ব জায়গা,
তারপরেও জনগণের ক্ষতি হোক আমিও চাইনা,
পরে উনি এক পাশ দিয়ে মাটি কেটে পানি নিরসনের ব্যবস্থা করে দেন,
এই সময় উপস্থিত ছিলেনঃ সাংবাদিক শহীদুজ্জামান রনি, সাংবাদিক আখি আক্তার, মেঘনা উপজেলা যুবলীগ নেতা আলী হোসেন, দলিল লেখক সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, এলাকাবাসী প্রমুখ।