মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি প্রাইভেট কার, ১০০ কেজি গাঁজা ও তিনজন মাদক ব্যবসায়ি আটক। মেঘনা থানাধীন বিআরটিসি মোড় এলাকায় মেসার্স মামা ভাগিনা এন্টারপ্রাইজ দোকানের সামনে রাত আনুমানিক ০১ ঘটিকার সময় অভিযান পরিচালনার সময় একজন মাদক কারবারী ৭০ কেজি গাঁজা একটি সাদা রঙ্গের প্রাইভেটকার জব্দ করেন এস আই আহমেদ মোর্শেদ। আসামীর হলেন ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা থানার রউফের ছেলে এমদাদুল হাসান( ৩৫)। অন্যদিকে বিকাল ৪ ঘটিকার সময় এ এস আই আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনার সময় মেঘনা থানাধীন রামনগর ছয়ানী মোড় থেকে ০২ জন মাদক ব্যবসায়ি, ৩০ কেজি গাঁজা সহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামীরা হলেন কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট থানার মাহবুব হাসান এর ছেলে সজিব(৩৫) অন্যজন হলেন মাদারীপুর জেলার নাইম (৩২) হাসান। ওসি ছমিউদ্দিন বলেন গোপন সংবাদের মাধ্যমে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করি এবং মাদক আইনে মামলা প্রক্রিয়া দিন রয়েছে।