মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় করেন সেলিমা আহমেদ মেরী এমপি।
গতকাল ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ ঘটিকায় রাধানগর ইউনিয়ন পরিষদের সামনে তালতলী বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিভিন্ন মন্দিরে অনুদান প্রধান ও ছাতা বিতরণ এবং নৌকার পক্ষে ভোট চাওয়া হয়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হোমনা -মেঘনা) সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি সেলিমা আহমেদ মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হালিমা রহমান, চালিভাংঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, মানিকারচর ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বাতেন খন্দকার, লুটেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোজাম্মেল হক হাউদ, মেঘনা থানা আওয়ামী যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান ডালিম, রাধানগর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার হোসেন, চন্দনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ফরিদ হোসেন হাউদ, যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা মনির, মানিকেরচর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ হেলাল মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রবি প্রমুখ।