মোঃ শহিদুজ্জামান রনি: সারা দেশের ন্যায় কুমিল্লা মেঘনায় সাইনিং স্টার লারনিং স্কুলের আয়োজনে ১৫ই আগষ্ট জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিন করা হয়। ১৫ ই আগস্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে নিজস্ব স্কুল ভবনে শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রশাসনের নির্দেশিকা অনুসরন পূর্বক সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করন এর মাধ্যমে শুরু হয় দিবসটি। সকাল ৯ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা বইয়ের উপর কুইজ প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, হামদ নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। সকাল ১১ ঘটিকায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২ ঘটিকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাজাত এর মাধ্যমে উদযাপিত হয় দিবসটি। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।