মোঃ আলাউদ্দিন: কুমিল্লা মেঘনা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনের নবনির্বাচিত অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি গণ-সংবর্ধনায় বলেন আগামী ৩১ জানুয়ারির পর থেকে মেঘনা উপজেলায় কোন প্রকার চাঁদাবাজী চলবেনা। খুব শিগগিরই আমরা প্রশাসনের সাথে বসবো। গতকাল ১৯শে জানুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মেঘনা উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেঘনা উপজেলার রুপকার, সাবেক উপজেলা চেয়ারম্যান,মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, সাবেক এমপি সেলিনা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার হাউদ, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ সহ হোমনা -মেঘনা উপজেলার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ মেঘনার সর্বস্তরের জনতা।