মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লার মেঘনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রাবেয়া আক্তারসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠদের সংবর্ধনা অনুষ্ঠিত। কুমিল্লা জেলা পর্যায়ে জেলার ১৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় । গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার খন্দকার মু. মুশফিকুর রহমান জেলা প্রশাসক কুমিল্লা ও সভাপতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বাছাই কমিটি কুমিল্লা ও সাফিউল আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমিল্লা ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বাছাই কমিটি যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মেঘনার রাবেয়া আক্তার। এদিকে ২০২২ সালে প্রধান শিক্ষকদের মাঝে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, মোঃ মনিরুজ্জামান, মোসাম্মৎ রেহেনা আক্তার। সহকারি শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, আব্দুল মান্নান, মোসাম্মৎ ছাদিয়া ফারহানা। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ এমসি নির্বাচিত হয়েছেন, মোঃ জাহাঙ্গীর আলম। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন আব্দুল গাফফার। শ্রেষ্ঠ কাবশিক্ষক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন আবু ফাহাদ, মোঃ রইস-উল হক। শ্রেষ্ঠ উপজেলা সহকারী অফিসার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন। ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে এধরণের বিদ্যালয় নির্বাচিত হয়েছে সেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৩ সালে প্রধান শিক্ষকদের মাঝে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মোসাম্মৎ আয়েশা খাতুন। সহকারী শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, মোসাম্মৎ সাদিয়া ফারহানা। শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির মধ্যে নির্বাচিত হয়েছেন, গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিটন চন্দ্র দে। উপজেলা শিক্ষা অফিসার গাজী মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।