মেঘনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা উপজেলা

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্দ্যোগে শীতের কষ্ট লাঘবে ৩৮ শত পিস কম্বল বিতরণ করেবে মেঘনা উপজেলা পরিষদ ও প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন এ কম্বলগুলো দ্রুত শীতার্তদের মধ্যে বিতরণ করার জন্য মেঘনার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ও দলিয় নেতাকর্মির সাহায্যে কম্বল বিতরণ শুরু করছে। গত ৩/৪ দিন থেকে মেঘনায় হাড়কাপানো শীত জেঁকে বসেছে, বইছে শৈত্যপ্রবাহ। এসব বিষয় বিবেচনা করে কম্বলগুলো এই সময়ে বিতরণ করা হচ্ছে। গতকাল ২৮ ডিসেম্বর সন্ধা ৬ ঘটিকায় উপজেলার বড়কান্দা ঋষিপাড়া ও নয়া কান্দারগাঁও আশ্রয়ন প্রকল্পে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহি অফিসার রাবেয়া আক্তার।উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম খান, বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন রিপন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.