কুমিল্লা মেঘনায় ২০০৯ সালে চরকাঠালিয়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে শিশু শাহীন (৪) অপহরণ করে হত্যা ও লাশ গুমের মামলার দুই আসামী চরকাঠালিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার স্ত্রী আরজা বেগম, ও মেয়ে আকলিমা বেগম, জিআর নং-৫৩/০৯ উভয়কে এসআই আহমেদ মোর্শেদ গোপন সংবাদের ভিত্তিতে দড়ি বাউশিয়া এলাকা থেকে গ্রেফতার করেন। জানা যায় চরকাঠালিয়া থেকে ঘরবাড়ি বিক্রি করে পালিয়ে গিয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় দড়ি বাউশিয়া এলাকায় বাড়ি করে আশ্রয় নেয়। টিটিরচর গ্রামের পরোয়ানাভূক্ত আসামী মৃত অহেদ আলীর ছেলে আঃ কাদির, পুত্রবধু ছালেহা বেগম (৪৫) সিআর নং-৩৭/২২, উভয়কে এসআই মোঃ মোশারফ হোসেন, এসআই মোঃ সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ গ্রেফতার করেন। বল্লভেরকান্দি গ্রামের মাদক মামলার পরোয়ানাভূক্ত আসামী মৃত আঃ কাদের এর ছেলে আঃ ছালামকে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব জহিরুল ইসলাম ও এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর সংগীয় ফোর্সসহ গ্রেফতার করেন। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে মেঘনা থানাকে অপরাধ মুক্ত করার প্রত্যয়ে, টিম মেঘনার বিশেষ অভিযানে মেঘনা থানার বিভিন্ন এলাকা হইতে এই আসামীদের গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন।