মোঃ আলাউদ্দিন: কুমিল্লার মেঘনা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ ১৪ ডিসেম্বর (শনিবার) উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেপী দাস’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা মো.শাহে আলম,যুদ্ধকালীন কমান্ডার আব্বাসউদ্দীন, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষক প্রতিনিধি আবুল কালাম,মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক, মসজিদের ইমাম, পুরহিত, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যরা। এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া করা হয়।