মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় বল্লভের কান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাদশা মিয়া নামক এক কৃষকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রাতের আঁধারে ক্ষেতের মধ্যে ঢুকে বেগুন গাছ কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। ৫ই ফেব্রুয়ারি দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কৃষক বাদশা মিয়া বলেন, আমি কৃষি নির্ভরশীল একজন মানুষ, গত ছয় মাস আগে একই কায়দায় রাতের আঁধারে আমার মাছের প্রজেক্টে বিষ দিয়ে আমার প্রায় লক্ষ টাকার মাছ মেরে ফেলে, এখন আবার আমি কৃষি অফিস এর মাধ্যমে স্যার বীজ পেয়ে এই নতুন প্রজাতির (বারী বারো) জাতের (লাউ বেগুন)'র চাষ করি, আপনারা দেখেন আমার দীর্ঘ পরিশ্রমে এক একটা বেগুন এক থেকে দেড় কেজিতে পরিণত হয়েছে, আমি আশাবাদী ছিলাম আমার এই লাউ বেগুন ক্ষেত থেকে আমার লাভজনক ব্যবসা হবে, কিন্তু ওদের সহ্য হলো না আবারো আমার ক্ষেতে ঢুকে আমার বেগুন গাছগুলো কেটে দিল, আমি প্রশাসনের কাছে তদন্তপূর্বক এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা শোনার পর মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির হোসেন, কৃষি অফিসের তদন্ত টিম, সোহাগ, সাদেকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।