মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় রাধানগর ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত। রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান (মুজিব) এর অর্থায়নে ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে গতকাল ২৪ জুলাই সোমবার মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মেয়েদের খেলায় মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ৩/২ বিজয়ী হয় এবং ছেলেদের খেলায় ট্রাইবেকারে মাধ্যমে লক্ষনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান (মজিব)। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা রহমান, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমাম, রাধানগর ১নং ওয়ার্ডের মেম্বার সাখাওয়াত হোসেনসহ রাধানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বারব, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।