কুমিল্লার মেঘনা উপজেলায়, উপজেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী হোসেনের, একই সময়ে জানাজা হয় মরহুমের স্ত্রীর।
গত ২৬-০২-২০২১ রাত ৯ ঘটিকার সময় মানিকারচর ইউনিয়নের, মানিকারচর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী হোসেন, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর, স্বামীর মৃত্যুর শোক সইতে না-পেরে ভোর পাঁচটার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন স্ত্রী সাফিয়া বেগম, মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৫ বছর, দুজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে, জানাজা শেষে মানিকারচর উত্তর পাড়া কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেনঃ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ, মেঘনা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশ, মানিকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়া নবি খন্দকার ধনু, বেলায়েত মেম্বার, দিপু মেম্বার, মুক্তিযোদ্ধা সহ এলাকার বিভিন্ন দলীয় ও এলাকার সর্বসাধারণ প্রমুখ।
এসময় মরহুম ও মরহুমার এক ছেলে দুই মেয়ের মধ্যে ছেলে মোঃ পারভেজ হোসেন ফারুক এলাকার সর্বজনের কাছে ওনার বাবা মায়ের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কারো সাথে দেনা পাওনা হিসাব থাকলে উনার সাথে যোগাযোগ করার জন্য বলেন।