মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আব্দুল মতিন। গতকাল বিকাল তিন ঘটিকায় শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। শেরেবাংলা নগর সরকারি স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন সিনিয়র শিক্ষক, লন্ডন প্রবাসী, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন এর মেয়ে সৈয়দা শাহনাজ আক্তার নাজমা এর আর্থিক সহায়তা ও ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম। প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মাস্টার। গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আসাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন , জুলেখা খাতুন, গাজী মুরাদ হোসেন, আব্দুর রহিম মেম্বার, সানাউল্লা মেম্বার, রেজাউল করিম মেম্বার, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।