মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মাসিক আইনশৃঙ্খলা সভা, সমন্বয় কমিটির মাসিক সভা, সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিত করণ সভা ও ডেংগুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক সভাসহ চারটি শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকা থেকে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) লিটন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপ পরিদর্শক মোঃ নাজমুল হোসেন, ইউপি চেয়ারম্যান বৃন্দসহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা—কর্মচারী প্রমুখ।