মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় প্রতি বছরের ন্যায় মরহুম মোস্তাক আহমেদের স্মরণে রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ গ্রামে ১৮তম কুস্তি খেলা অনুষ্ঠিত হয় । গতকাল ২ই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মেঘনা উপজেলার পাড়ারবন্দ এলাকায় সাবেক কুস্তিগীর মোস্তাক আহমেদের স্মরণে কুস্তি খেলায় বিভিন্ন এলাকার খেলোয়ার এর উপস্থিতিতে চারটি এলইডি ৩২" টিভি, ৮ টি মোবাইল ফোন ৩০ টি কলসসহ মোট ৪২ টি পুরস্কার বিতরণের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হয। খেলায় বিজয়ী হয়ে ১ম পুস্কার হিসেবে ৩২" এলইডি টিভি পান তিতাসের রাসেল। ২য় পুরস্কার ৩২"এলইডি টিভি পান হোমনার টাওয়ার শামীম এবং ৩য়ও ৪র্থ পুরস্কার হিসেবে ৩২" এলইডি টিভি পান হোমনার ডিবজল ও ওমর আলী। পর্যায়ক্রমে ৮ টি মোবাইল ফোন এবং ৩০টি কলস পুস্কার হিসেবে বিতরন করা হয়। রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব। উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ইমাম, জাহাঙ্গীর আলম মেম্বার, মোঃ মহিউদ্দিন, জামাল মেম্বার, রেজাউল করিম আকাশ, মোঃ নওসাদ প্রমুখ। উক্ত খেলাটি পরিচালনা করেন, মোঃ আলামিন, মোঃ খায়রুল বাশার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ লিটন, মোঃ শাহিন।