কুমিল্লার মেঘনা মানিকারচর ইউনিয়ন, এর কনফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ ও নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন উপলক্ষে, উপকারভোগীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও চাউল বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক , মানিকার চর ইউনিয়ন চেয়ারম্যান হারুনর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারি এমদাদুল হক, ইউনিয়ন পরিষদের সচিব, দিপু মেম্বার, আবুল মেম্বার, মজিবুর মেম্বার ও ভিজিডি কার্ডধারী মহিলা প্রমুখ। সভাশেষে মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাউল বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার প্রতিভা রায় জানান, উপজেলা নির্বাহি অফিসার কুমার রায় এর দিক নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ভাতাভোগীদের হাতে কার্ড বিতরণ নিশ্চিত করতে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।