মোঃ আলাউদ্দিন:কুমিল্লার মেঘনা উপজেলার বড়ুয়াকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান আনিস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ইমান উদ্দিন ধফাদারের ছেলে।
বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফসলি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। স্থানীয়রা জানায়, কৃষিকাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।”