দৈনিক আজকের মেঘনা:
কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া গ্রুপের সংঘর্ষে থানায় দুটি পৃথক অভিযোগ করেছে। গত মঙ্গলবার রাতে আশরাফুল হক কুসুম বাদী হয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনকে ১ নং আসামি করা হয়েছে। অন্যদিকে সংঘর্ষে আহত মোসলেম মিয়া বাদী হয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়াকে গত বুধবার রাতে ১ নং আসামি করে একটি অভিযোগ করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, দুই পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি ,উপজেলা বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা সহ অজ্ঞাত আসামি করা হয়েছে। অতিদ্রুত দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধান করবেন।