শহীদুজ্জামান রনি মেঘনা কুমিল্লাঃ
১৭-০৩-২০২০ ইং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেঘনা উপজেলা পরিষদ ও প্রশাসনের সর্বস্তরের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
সারা দেশের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেঘনা উপজেলায় সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হয়।
সীমিত আকারে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে
ফুলের স্তবক অর্পন, নিজ নিজ অবস্থান বা কার্যালয় থেকে , জাতীয় অনুষ্ঠান অবলোকন, উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ , ছাত্রলীগ , স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ , বিভিন্ন জায়গায় কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে, রাত অনুমান ০৮-০০ দিকে উপজেলা মাঠ প্রাঙ্গনে আতশবাজি ফুটিয়ে মিষ্টি বিতরণ করে শেষ হয় অনুষ্ঠানটি, সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, জনাব আলহাজ্ব আব্দুস সালাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।
সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকার , মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মুজিবুর রহমান মুজিব,থানা যুবলীগের সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার,
স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা জেলা উত্তরের যুগ্ন আহবায়ক আবুল কাশেম ইতালি,মেঘনা থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলামিন, সাধারণ সম্পাদক মহাসিন সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাসেল
সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের প্রধান এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন।