ইমাম হোসেন: কুমিল্লার মেঘনা উপজেলায় গতকাল ২৭শে ফেব্রুয়ারি সোমবার সেননগর বাজারে প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার যাত্রা শুরু করেছে। শাখা ব্যবস্থাপক, মানিকারচর শাখা, প্রিমিয়ার ব্যাংকের মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হেড অব এজেন্ট ব্যাংক,প্রিমিয়ার ব্যাংকের মো: আহসান উল—আলম। সেননগর বাজারে এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে মেসার্স মুনা এন্টারপ্রাইজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন ৮নং ওয়ার্ড মেম্বার সপ¦ন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো: সামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র শাহা প্রমুখ। এ এজেন্ট ব্যাংকিংয়ের সাহায্যে একটি ব্যাংকের যাবতীয় সেবা গ্রাহকদের দেয়া হবে। গ্রাহকরা এই আউটলেটের মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন, ফ্রি বিদ্যুৎ বিল পরিশোধ, প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাসহ যাবতীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।