মো. শহিদুজ্জামান রনি: সারাদেশের ন্যায় কুমিল্লা মেঘনায়, গতকাল ৩০ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২২ এর পরীক্ষা গ্রহণ অনুষ্টিত হয়। উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি কিন্ডার গার্ডেন স্কুলের মোট ৩৫৫ জন ছাত্র—ছাত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার। মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম। মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ, বিশেষ নিরাপত্তায় ছিলেন পুলিশ, আনসার, সহ প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।