কুমিল্লার মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নে তুলাতুলি কাছারী কান্দি গ্রামে, মোহাম্মদ শাহিন মিয়ার জমজ দুই ছেলে, জানা যায় ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসা, মোঃ শাহিন মিয়ার দুই ছেলে নিরব ও নিলয় বর্ষার পানিতে খেলা করার সময়, ডুবে মারা গেছে। " ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" জমজ দুই ভাই এর এরকম মৃত্যুতে বর্তমানে তুলাতুলি কাচারিকান্দি গ্রামে শোকের মাতম চলছে বাচ্চা দু'টাকে দেখতে আশেপাশের গ্রামের লোকজন ভীড় করতেছে। এরকম অকাল মৃত্যু কারোরই কাম্য নয়। মহান আল্লাহ পাক তাদের শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহিবার ক্ষমতা দান করুন। সতর্কীকরণঃ বিশেষ করে এই বর্ষায় সকলেই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যেন পানিতে গিয়ে খেলাধুলা না করে যারা সাতার না জানে তারা যেন পানিতে না নামে সকলেই খেয়াল রাখবেন।