মো.শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় পাঠ্যপুস্তক দিবস ২০২৩ নতুন বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ ঘটিকা হইতে উপজেলার প্রাথমিক মাধ্যমিক সহ বিভিন্ন স্কুলে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক স্কুলে বই বিতরণী অনুষ্ঠানে মানিকার সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার। মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ভূইয়া সহ শিক্ষক—শিক্ষিকা ছাত্র—ছাত্রী প্রমুখ। কান্দারগাঁও মোজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার। বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন রিপন। মোজাফফর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ। স্কুলের দাতা সদস্য ইয়াসমিন প্রধান। সমাজসেবী জাহাঙ্গীর আলম। চন্দনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়া। মোজাফফর আলী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শ্রী দয়াল চন্দ্র রায়। দেলোয়ার হোসেন মাস্টার সহ শিক্ষক—শিক্ষিকা ছাত্র—ছাত্রী প্রমুখ। রাধানগর ইউনিয়নে লক্ষনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পাঁচটি স্কুলে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। চালিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি স্কুলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাইয়ুম হোসাইন। ছাত্রলীগ নেতা শফিক দেওয়ান সহ বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক—শিক্ষিকা ছাত্র—ছাত্রী বৃন্দ প্রমুখ।