মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মেঘনা পাইলট স্কুল এর বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মাসুদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো: একমত মিয়া, বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া, সাইফুল ইসলাম এর উপস্থাপনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ উপস্থিত ছিলেন ম্যানিজিং কমিটির সব সদস্য, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।