মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় সদ্য ঘোষিত (২৫০) কুমিল্লা দুই হোমনা-মেঘনা আসনের সংসদ সদস্য এমপি সেলিমা আহমেদ মেরি নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ১৩ আগষ্ট বিকেল ৪ ঘটিকায় উপজেলার চন্দনপুর ইউনিয়নে শিবনগর, রঘুনাথপুর, তুলাতুলি গ্রামে পায়ে হেঁটে প্রচারণায় অংশ নেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কেন নৌকায় ভোট দিবেন এমন সব যুক্তি এবং উন্নয়নের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। সেলিমা আহমেদ মেরি বলেন জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন আমরা সবাই তার পক্ষে কাজ করব এবং নৌকা মার্কায় ভোট দিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা রহমান, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান (মুজিব) চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান এবাদত উল্যাহ, চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, মেঘনা থানা ছাত্রলীগের সভাপতি মহসিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, চন্দনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ রাসেল, মোঃ রুবেল মিয়া, তানভীর হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দলীয় নেতাকর্মী প্রমুখ।