মোঃ শহিদুজ্জামান রনি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা মেঘনায় নলচর এলাকা থেকে নৌপথে বালুর বালহেডে চাঁদাবাজি করার সময় হাতেনাতে এক যুবককে গ্রেফতার করে নৌ-পুলিশ। গ্রেফতার হওয়া যুবক রামপ্রসাদেরচরের আলী হোসেন এর ছেলে মোঃ পারভেজ (১৮) চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তারা এই চাঁদাবাজির সাথে জড়িত পুলিশের চোখকে ফাঁকি দিয়ে প্রতিদিন নদীতে হচ্ছে এই চাঁদাবাজি আমরা সোর্স লাগিয়ে রেখেছি এবং সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ সঙ্গীয় ফোর্স এস আই মুস্তাফিজুর রহমান, এসআই মোঃ জহিরুল ইসলাম, স্বপন বিকাশ চাকমা, বিকাশ চন্দ্র দে, এই অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ৩৩ ফিট লম্বা ইঞ্জিল চালিত নৌকা সহ চাঁদাবাজিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, টর্চ লাইট, বিভিন্ন মালামাল জব্দ করেছি। নদীপথে আমরা ওদের পিছনে পিছনে ধাওয়া করি কিন্তু আসামিগণ নৌকা নদীর পাড়ে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে নৌ পুলিশ ফাঁড়ি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচজন কে আসামি করে এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা রেখে একটি চাঁদাবাজি মামলা করেন। ৫ আসামি হলেন গ্রেফতার ১. মোঃ পারভেজ (১৮) পিতা: আলী হোসেন, গ্রাম রামপ্রসাদেরচর। পলাতক ২. মোঃ শাহিন মিয়া (২২) পিতা মৃত হাবিবুল্লাহ, গ্রাম নলচর। ৩. মোঃ জাকারিয়া ১৮) পিতা দিলা মিয়া, গ্রাম রামপ্রসাদের চর। ৪. মোঃ সোহাগ মিয়া (২২) পিতা মৃত শ্যামল মিয়া, গ্রাম রামপ্রসাদের চর। ৫. জিএম (৩০) পিতা মঈন উদ্দিন গ্রাম রামপ্রসাদের চর। সর্ব থানা মেঘনা, জেলা কুমিল্লা। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, কুমিল্লা পুলিশ সুপার মহোদয় আব্দুল মান্নান স্যারের নির্দেশে আমরা আমাদের থানা এলাকায় নৌ-পুলিশও থানা পুলিশ এর যৌথ উদ্যোগে মাদক চাঁদাবাজি রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছি, আগামীতেও অব্যাহত থাকবে। আগামিকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে, প্রক্রিয়া চলমান।