কুমিল্লার মেঘনা উপজেলায় নারীকে ধর্ষণ চেষ্টার দায়ে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার চালিভাঙ্গা গ্রামের নানু মিয়ার ছেলে মো. রমজান আলী (৪০)।
এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুলাই) রাত ১০টার দিকে ভুক্তভোগী নারী রাতের খাওয়া দাওয়া শেষে নিজ বাড়ির পশ্চিম পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। পূর্ব পাশে ঘুমান তার স্বামী। দু'জনেই ভুল করে দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে সুযোগ পেয়ে নারীর রুমে ঢুকে পড়েন অভিযুক্ত রমজান। পরে ঘুমন্ত ওই নারীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধর্ষণ করার চেষ্টা চালান তিনি।
জোরজবরদস্তির একপর্যায়ে নারী চিৎকার দিলে তার স্বামীসহ আশপাশের প্রতিবেশীরা আসছে টের পেয়ে দ্রুত পালিয়ে যান রমজান। পরে ভুক্তভোগী গত রবিবার (৭ জুলাই) বিকেলে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রমজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এসআই মো. নাজমুল হোসেন ফোর্সসহ সন্ধ্যা ৬টার দিকে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন ভোরের কাগজকে বলেন, রমজানের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে আসামির ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আসামি রমজানের বিরুদ্ধে চলমান মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মার্ডার মামলাও রয়েছে।