মোঃ আলাউদ্দিন:কুমিল্লার মেঘনা উপজেলায় ‘দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রকৌশলী দৌলত হোসেনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে, মুহিতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেঘনা পাইলট স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা কামাল মুন্সী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জহিরুল ইসলাম (জজ মিয়া) ও শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয়রা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা, স্মরণ ও প্রেরণার মেলবন্ধন হিসেবে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।বক্তারা মরহুম প্রকৌশলী দৌলত হোসেনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, দৌলত হোসেন শুধু একজন প্রতিষ্ঠাতাই নন, তিনি শিক্ষা ও মানবিকতায় এক অনন্য দৃষ্টান্ত। তার স্মরণে প্রতিবছর এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।আলোচনা শেষে মরহুম দৌলত হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পীরজাদা মাওলানা যাকারিয়া।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রকৌশলী দৌলত হোসেন ছিলেন একজন আলোকিত মানুষ। তার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে।