মোঃ শহিদুজ্জামান রনি: সারা দেশের ন্যায় কুমিল্লা মেঘনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয় । গতকাল (৫ আগস্ট) শনিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিবসটি। সকাল ১০ ঘটিকায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ । সাড়ে দশ ঘটিকায় বৃক্ষরোপণ ও চারা গাছ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। বাদ জোহর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতসহ প্রত্যেকটি দফতরে একটি করে দৃষ্টি নন্দন ব্যানার গেটে বা গুরুত্বপুর্ন স্থানে স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি লিটন চন্দ্র দে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদারসহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী বীর মুক্তিযোদ্ধা বৃন্দ প্রমুখ। উল্লেখ্য ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা মুজিবের সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এই সংগঠনের সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।