মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল 25 ফেব্রুয়ারি শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেঘনা কুমিল্লার আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায়, ৪০টি স্থলের মাধ্যমে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় । প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা। দুগ্ধজাতপণ্যের বাজার সৃষ্টি করা। বিজ্ঞানভিত্তিক লালনপালন কৌশল অবহিত করা। জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা। ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি। উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান এর লক্ষ্য ও উদ্দেশ্যে বক্তব্য প্রদান করা হয়। প্রদর্শনযোগ্য বিভিন্ন স্টলে ছিল, বিভিন্ন প্রাণী প্রযুক্তি, উন্নত জাতের মহিষ, উন্নত জাতের হাঁস মুরগি, উন্নত জাতের ছাগল ভেড়া, উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নত প্রযুক্তি, বিভিন্ন সৌখিন পাখি (কবুতর, ময়না, ঘুঘু), বিভিন্ন উৎপাদিত দুগ্ধ জাত পন্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা, পনির ইত্যাদি)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহে আলম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাকিব হোসেন সাগর। উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মতিউর রহমান সহ উপজেলা প্রশাসন পরিষদ এর কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তা প্রমুখ।